ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সীতাকুণ্ডে রি-রোলিং মিলসে ফার্নেস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডে রি-রোলিং মিলসে ফার্নেস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

1237336112020_pic

নিউজ ডেক্স : চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক। শনিবার (১৬ মার্চ) সকালে শীতলপুর স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ শ্রমিকরা হলেন মাইনুদ্দিন (২৫), শাহ আলম (৫৫), আমজাদ হোসেন (৪০), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২) এবং মো. মিশু (৩৫)। তাদের মধ্যে মাইনুদ্দিন, মো. মিয়া, আমজাদ হোসেন ও রিয়াদ হোসেনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লোহা গলানোর সময় গলিত সীসায় ঝলসে যান ৬ শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তিনি আরও বলেন, আহত ছয়জনের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!