ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | রাতেও আলোয় ঝলমল করবে লোহাগাড়া বটতলী শহর

রাতেও আলোয় ঝলমল করবে লোহাগাড়া বটতলী শহর

এলনিউজ২৪ডটকম : দিনের বেলায় পরিচ্ছন্ন শহরের পাশাপাশি রাতেও আলোয় ঝলমলে নতুন চেহারা পেতে যাচ্ছে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী শহর। কারণ উজ্জ্বল আলোয় রাতের বটতলী শহরকে চকমকে করার লক্ষ্য নিয়ে ৫ শতাধিক এলইডি লাইট স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) লাইট স্থাপনের সরঞ্জামাদি শহর উন্নয়ন কমিটির কার্যালয়ে পৌঁছেছে। শীঘ্রই বটতলী শহরের আওতাধীন অলি-গলিতে লাইট স্থাপন কার্যক্রম শুরু হবে।

লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান জানান, দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র বটতলী শহর। এই শহরে প্রায় অর্ধ শতাধিক ব্যাংক-বীমা, প্রাইভেট হাসপাতাল, মার্কেট, শপিং মলসহ বিভিন্ন ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নসহ পার্শ্ববর্তী উপজেলা থেকেও দিন-রাতে অনেক লোকজন বিভিন্ন কাজে এ শহরে আসেন। শহরে আসা মানুষের নিরাপত্তা ও রাতের অন্ধকার দূরে আলোয় ঝলমল করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সহযোগিতায় লাইট স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!