ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | নদী ভাঙ্গনের শব্দ

নদী ভাঙ্গনের শব্দ

15171048_1855379658028310_4702638942219618925_n

_____ফিরোজা সামাদ_____

মাতাল রাতের চাঁদ চুমু খায়
নদীর ঢেউয়ের বুকে,
কিষাণ কিষাণী তখনও ঘুমে
স্বপ্ন বিভোর সুখে।

ছলছল করে ঢেউয়ে ভাঙ্গে
প্রমত্তা নদীর পাড়,
লাঙ্গল জোয়াল পূর্বপুরুষ অার
নারকেল সুপারী ঝাড়।

পোয়াতী বউয়ের নিজ হাতের
শখের লাউয়ের মাচান,
চুড়ি ফিতা আয়না সুগন্ধী
থাকে তেল সাবান।

চাষির জীবনে আজন্ম লালিত
অমৃত শান্তি সুধা,
সব কেড়ে নিতে স্রোতবহা নদীর
নেই তাতে কোনো দ্বিধা।

শুধু জানে না কেড়ে নিতে সে
গরীবের পেটের ক্ষুধা,
নদীভাঙ্গা কিষাণের জীবন খানি
নিয়তির কাছে বাঁধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!