Home | সাহিত্য পাতা | সময়ের গান

সময়ের গান

47376508_2464057233622589_5969298659269935104_n

______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______

অতীত-বিজয়ী
শোনে সময়ের গান
করে না ভয় নিয়তিতে।
আয়নার প্রতিবিম্বেরা
ধুয়েমুছে যায়।
তবু, কবিতা হয়ে ওঠে না।
খড়ের আকাশটাকে সরিয়ে
হেঁটে পেরোই সৌরজগত।
ফেনিল বুদবুদ চুমুকে
পান করি মাদক-জীবন।
সমুদ্র-ঝড়ের চেয়েও
তীব্রতর যে হৃদয়ের ঝড়
ভেবোনা সে অকারণে বয়।
অপরাজিতা চোখ
গুঞ্জাফল ঠোঁট আর
সমুদ্রিত আত্মায়
প্রতীক্ষায় থাকি
মুক্তোদানা জমাটের।
জানি, এসব কবিতা নয়,
পিয়ালের বন পেরিয়ে
দোলনচাঁপার মাঠে
তারাদের গুনগুনানিতে
খুলে ফেলি বাজুবন্দ!
বুনো বিস্ফোরণময়
রক্তের ধারা ছোটে
ফিনকি দিয়ে।
শাশ্বত অনন্ত চুম্বনে
ধীরতা আসে।
কী করে বলি,
কবিতা নয় এসব
কাব্য নয় কিছুতে,
কাঁধে ফেলা
একতারাকে সম্বল করে
বিশ্বাসী নিঃশ্বাসে
নির্ভীকতায় মাড়াই
শ্মশানের জমিন,
ফুলের ঝালরে ঢাকি
সারি সারি মৃতমুখ।
পয়মন্ত রাজকন্যার
হাতছানি অবহেলার
সাহস নেই নিয়তির।
সময়ের গান তোলা হলে
মুখ ফেরায় না আগামী।
কাব্য না হোক,
সমুদ্র-রমণী হয়ে
গান বাধবো
সময়ের একতারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!