ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | নগরের বেসরকারি হাসপাতালে রোগী ফেরত দিলে আইনি ব্যবস্থা : সিএমপি

নগরের বেসরকারি হাসপাতালে রোগী ফেরত দিলে আইনি ব্যবস্থা : সিএমপি

নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালগুলোতে যদি কোনো রোগী ফেরত দেওয়া হয় বা অবহেলার কারণে রোগী মারা যায় তবে ওই হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (৩০ মে) সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ভুক্তভোগীরা সিএমপির হটলাইনে ফোন করে বা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, সম্প্রতি কয়েকটি হাসপাতালে রোগীদের সঙ্গে এমন আচরণের বিষয় নজরে আসলে সিএমপি কমিশনার স্যার এ সিদ্ধান্ত নেন। সিএমপির হটলাইন নম্বর হলো: ০১৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনার এই সংকটময় মুহূর্তে কয়েকটি হাসপাতালে রোগী ভর্তি না নেওয়া এবং চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এটি অমানবিক। যেসব হাসপাতাল বা যারা এমন করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন। পুলিশ কাজ করছে। কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। এমন অবস্থায় গুটিকয়েক হাসপাতাল অমানবিক কাজ করবে- তা মেনে নেওয়া হবে না। বাংলানিউজকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!