ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | কষ্ট শুধু কষ্ট

কষ্ট শুধু কষ্ট

37600666_2165074287058844_2220945408580911104_o

______ফিরোজা সামাদ______

কষ্ট অাছে নানান রকম সবাই দেখি ভালোবাসে,
চাঁদ তারা ও সূর্য হয়ে ভেসে বেড়ায় মন অাকাশে !!

তপ্তরোদে পোড়ায় হৃদয় বাউরি বাতাস শ্রাবণ ঝরে
ভাঙে মনের ঘর বসতি তপ্ত রোদ কালবৈশাখী ঝড়ে !!

কিছু কিছু কষ্ট অাছে হাবাগোবা বড্ড বোকা
ধোকা খেয়ে হাসতে থাকে চোখে ভাসে জলের রেখা !!

অাবার কিছু কষ্ট অাছে সহজ সরল বেজায় ভারি
অাঙিনায় দাঁড়িয়ে তারা অামায় কাঁদায় তাড়াতাড়ি !!

কিছু কষ্ট অাদর দিলেই বাঁদর হয়ে মাথায় চড়ে,
ঘুরে ফিরে নানান ছুতায় ফাঁটল ধরায় মনের ঘরে !!

কিছু কষ্ট একা একা অামায় এসে বায়না ধরে,
দুহাত ধরে পাশে বসাই অামিই ডাকি শূন্য ঘরে !!

কিছু কষ্ট বলে অামায় একটু বসো অামার পাশে,
একলা বাজি উদাস সুরে মৌনতা ছুঁই দূর অাকাশে !!

অারো কিছু কষ্ট অাছে কুড়ে কুড়ে খায় গো হৃদয়,
নীরব দুপুর বাজে নুপুর বাঁশির সুরে অানমনা হয় !!

কষ্ট শুধু কষ্টই নয় অকারণে হাসায় কাঁদায়,
ইচ্ছে হলে মনের সুখে অতল জলে ভাসায় ডুবায় !!

কষ্ট হলো এমন রঙের বর্ণিল রূপে রক্ত ঝরায়,
সাত রঙে রঙধনু সাজে অাকাশ পানে মন যে হারায় !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!