ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১০ম দিবস

আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১০ম দিবস

84

এলনিউজ২৪ডটকম : আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১০ম দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।

বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন সাতকানিয়ার বাজালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল আলম। “সুদ-ঘুষের ভয়াবহতা সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা” বিষয়ে ওয়ায়েজ করবেন চকরিয়ার আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরব) মাওলানা কফিল উদ্দীন।

বাদ মাগরিব অধিবেশনে “নবী করীম (স.)- এর অন্তিমশয্যা, রুগ্ন অবস্থায় তাঁর দেয়া উপদেশ, ইন্তেকালের পর সাহাবা কিরামের প্রতিক্রিয়া” বিষয়ে ওয়ায়েজ করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইন, “আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা, হক ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী (স.)- এর জীবনাদর্শের বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মকসুদ আহমদ ও “দাওয়াতে দীনের প্রয়োজনীয়তা। এ ক্ষেত্রে দীনি মাহফিলসমূহের ভূমিকা” বিষয়ে ওয়ায়েজ করবেন লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি।

অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!