ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | হ্যাপি ফ্রেন্ডশীপ ডে

হ্যাপি ফ্রেন্ডশীপ ডে

391

শুভ্রা নীলাঞ্জনা : নীলিমা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিল। আয়নায় নিজেকে পরিপাটি করে সিঁথিতে সিঁদুর পরে নিয়ে একছুটে কিচেনে চলে গেল। নীলিমা চিরকালই একটু ছটফট স্বভাবের । নিজের ভাললাগা গুলো সবাইর সাথে শেয়ার করতে ভালবাসে। চা বানানোর ফাঁকে ফাঁকে গুন গুন করে গান গাইছে নীলিমা।একজনই শুধু বন্ধু আমার শত্রু ও তুমি একজন, তাই তোমাকেই একটু থেমে মুচকি একটু দুষ্টু হাসি দিয়ে নিল … ভাললাগেনা । গরম গরম চা নিয়ে বেড রুমে এসে সমীর কে ডেকে উঠাল । এই ৮ টা বাজে উঠ অফিসে যাবে না ?সমীর একটু গম্ভির। বয়সের থেকে একটু বেশী ভারিক্কি ভাব । মনে হয় কয়েক দিন আগে মাত্র ৭০ শেষ হল। সমীর আড়মোড়া ভেঙ্গে ঘুম থেকে উঠল ।নীলিমা খুব খুশী হয়ে “happy friendship day”। এই তোমার চা । সমীর নীলিমার কথা শুনে নাক সিটকিয়ে এইটা আবার কোন ডং ? সবসময় একটা না একটা ডে লেগেই থাকে। আলমারিতে টাঁকা আছে কিছু কিনে নিয়ে আস। ডে মানেই তো গিফট অসহ্য । নীলিমা খুব আহত হল তারপরেও না বলেও আর পারলনা , বিয়ের দিন রাত্রিতে তো মহান রুপ ধারন করে বলছিলা তুমি আমার ফ্রেন্ড ,ফিলসপার গাইড । ছিঃতোমাকে আমার বলাই ভুল হয়েছে। তুমি জি বাংলা সিরিয়ালের মত অসভ্য, জঘন্য।, ও কুটলা। এর চেয়ে খারাপ গালি নীলিমার আর জানা নাই।সমীর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল । যাবার আগে আজ ফিরতে দেড়ি হবে অফিসে জরুরি মিটিং আছে । নীলিমা মুখের উপর দুম করে দরজাটা লাগিয়ে দিল। তারপর জানালায় দাঁড়িয়ে মুখ কাল করে কয়েক ফোঁটা চোখের জল ফেলল। । কিছুক্ষন পর প্রিয় ল্যাপটপ টা নিয়ে স্ট্যাটাস দিল । আমার ফেইসবুকের প্রাণের বন্ধু, জানের বন্ধু, কলিজার টুকরার বন্ধুরা … তোমাদের জন্যই আমি বেঁচে আছি। happy friend ship day। লিখে সমীর কে ট্যাগ করে দিল। পোস্ট দেওয়ার পর নীলিমার কেমন জানি একটা শান্তি শান্তি লাগতেছে … আবার একটা গুন গুন করে গান ধরল তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি………।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!