মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ. কাশেম লোহাগাড়াবাসী ও প্রবাসী লোহাগাড়ার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে শ্রদ্ধা জানিয়েছেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি।
তিনি জানান, আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পৃথিবীর ইতিহাস জঘন্যতম এক ঘটনার সাক্ষী হয়। নির্মম আর নৃশংস গণহত্যার নজির স্থাপন করে পাকিস্তান হানাদার বাহিনী। রাজধানী ঢাকায় সারা দিনের কাজ শেষে কর্মক্লান্ত নিরীহ মানুষ যখন ঘরে ফিরে ঘুমিয়ে ছিল, তখন তাদের হত্যার জন্য পথে নামে জলপাই রঙের ট্যাংক আর সাঁজোয়া বহর। হিংস্র শ্বাপদের মতো ধেয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ, ইপিআর ব্যারাকের দিকে। শুরু হয় কুখ্যাত ‘অপারেশন সার্চলাইট’। এই ঘটনার পরপরই বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা যুদ্ধ এগিয়ে যায়। যুদ্ধটা অনিবার্য হয়ে উঠেছিল আরো আগে থেকেই। সমগ্র বাংলার মুক্তির দাবির কাছে মাথা নত করতে হয়েছে পাকিস্তানকে। তবে তার মাঝখানে কেটে গেছে দীর্ঘ নয় মাস। এই নয় মাসে রক্ত বন্যা বয়ে গেছে বাংলার সবুজ কোমল ভূমিতে। বিশ্ব ইতিহাসে রক্ত দিয়ে স্বাধীন দেশের কাতারে উঠে আসে বাংলাদেশ।