ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজের মৃত্যু

সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজের মৃত্যু

image-12812-1545539596

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বর্তমান রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রয়াত বাদশাহ আব্দুলআজিজ ইবনে সৌদের ছেলে প্রিন্স তালাল বিন আব্দুলআজিজ আর নেই। সৌদি রাজপরিবারের ৮৭ বছর বয়সী এই জ্যেষ্ঠ সদস্য কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

শনিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি রাজপরিবারের সদস্যরা ও সৌদি গণমাধ্যম। টুইটার পোস্টেও এ খবর জানানো হয়েছে।

সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আব্দুলআজিজের ভাই তিনি। টুইটারে তার ছেলে প্রিন্স আব্দুলআজিজ বিন তালাল তার বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ধনকুবের বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালালের পিতা প্রিন্স তালাল সৌদি আরবের শাসক আল সৌদ পরিবারের সংস্কারের সরব সমর্থক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!