Home | সাহিত্য পাতা | সামাজিক ব্যাধি প্রতিরোধ

সামাজিক ব্যাধি প্রতিরোধ

150
   _________মুহাম্মদ সোলাইমান   _________

চট্টগ্রামের লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম,
বেগম এমপি. রিজিয়ার আলোচিত সংগঠনের নাম।
সামাজিক এই সংগঠনের সকল সাদা মনের মানুষ,
সমাজ বিনির্মানে ঐক্য দেখে আনন্দে হারায় হুশ।
এগিয়ে চলছে আমাদের লোহাগাড়া এমপি.নদভী-রিজিয়ার অবদানে,
অপরাধ সমূহ, দমন হোক সামাজিক ব্যাধি প্রতিরোধের আন্দোলনে।
মাদকমুক্ত সমাজ গঠন আমাদের দৃঢ় অঙ্গীকার,
দূর্ণীতি, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমাজ আলোকিত লোহাগাড়ার।
সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে,
শিক্ষা উন্নয়ন বৃদ্ধি কর মানুষকে ভালবেসে।
জঙ্গিবাদ, দূর্ণীতি-মাদক মুক্ত আলোকিত সমাজ চাই,
সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের কোন বিকল্প নাই।
দলে দলে এগিয়ে আসুন লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধে,
অন্যায়-অবিচার, বাল্যবিবাহ ধুলিষ্যাৎ হোক ন্যায়-নীতিবোধে।
সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম বাড়িয়েছে সবার মনোবল,
সামাজিক ব্যাধি প্রতিরোধ সংগঠনে পেয়েছি দারুন ফল।
সামাজিক ব্যাধি প্রতিরোধে সক্রিয় সোলাইমান কাসেমী সহ বহুজন,
কর্ম ফলেই এগিয়ে চলেছে, কোন বাধা চাইনা সর্বজন।।

__________________________________________

(উৎসর্গ : বেগম এমপি রিজিয়া রেজা চৌধুরী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!