ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় ৩৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৬০ জনকে প্রতীক বরাদ্দ

সাতকানিয়ায় ৩৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৬০ জনকে প্রতীক বরাদ্দ

নিউজ ডেক্স : সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ রবিবার (২৩ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

এদিকে, প্রতীক বরাদ্দ চলাকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে নলুয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. লেয়াকত আলী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় সাতকানিয়া থানার এএসআই মিজানুর রহমানসহ ৫ জন আহত হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল জানান, সাতকানিয়ায় মোট ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে চেয়ারম্যান পদে কেঁওচিয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্য ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, ১৬টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৫৮০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, চেয়ারম্যান পদে চরতি ইউনিয়নে মঈনউদ্দিন চৌধুরীকে (আনারস), মো. রুহুল্লাহ চৌধুরী (নৌকা), খাগরিয়া ইউনিয়নে আখতার হোসেন (নৌকা), আবদুল হামিদ (আনারস), মো. জসিম উদ্দিন (মোটরসাইকেল), সোনাকানিয়া ইউনিয়নে জসিম উদ্দিন (নৌকা), মোহাম্মদ আবু তাহের (আনারস), মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী (মোটরসাইকেল), ছদাহা ইউনিয়নে মো. মোসাদ হোসাইন চৌধুরী (নৌকা), রফিক মাহমুদ (ঘোড়া), মো. মোরশেদুর রহমান (মোটরসাইকেল), মোহাম্মদ হারুন (আনারস), আমিলাইষ ইউনিয়নে মো. রফিক আহমদ (মোটরসাইকেল), মোজাম্মেল হক চৌধুরী (টেলিফোন), এইচএম হানিফ (ঘোড়া), মোহাম্মদ হারুন (আনারস), ঢেমশা ইউনিয়নে আবদুল মজিদ (আনারস), মির্জা আসলাম (মোটরসাইকেল), রিদুয়ান উদ্দিন (নৌকা), পশ্চিম ঢেমশা ইউনিয়নে আবু তাহের জিন্নাহ (নৌকা), আবদুল মাবুদ (টেলিফোন), মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম (আনারস), মোহাম্মদ মহিউদ্দিন (মোটরসাইকেল), সরওয়ার কামাল (চশমা), নলুয়া ইউনিয়নে জামাল হোসেন হিরু (মোটরসাইকেল), তসলিমা আকতার (চশমা), মো. মিজানুর রহমান চৌধুরী (আনারস), মো. লেয়াকত আলী (নৌকা), কাঞ্চনা ইউনিয়নে মঈন উদ্দিন হাসান (আনারস), মোহাম্মদ ছালাম (মোটরসাইকেল), রমজান আলী (নৌকা), ধর্মপুর ইউনিয়নে নাছির উদ্দিন (নৌকা), মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী (আনারস), কালিয়াইশ ইউনিয়নে মো. আতাউর রহমান (মোটরসাইকেল), মো. ফেরদৌস চৌধুরী সোহেল (আনারস), হাফেজ আহমদ (নৌকা), বাজালিয়া ইউনিয়নে তাপস কান্তি দত্ত (নৌকা) ও শহীদুল্লাহ চৌধুরীকে (আনারস) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যদের মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। -আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!