নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে দখল হওয়া ৯ শতক খাস জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ মৌজায় ১নং বিএস খাস খতিয়ানভূক্ত ৯ শতক জমি উদ্ধার করা হয়েছে।
এছাড়া তফশিলভূক্ত জমিতে পরবর্তীতে অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, অভিযানে ৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। সরকারি স্বার্থ রক্ষায়আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এতে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীরা।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার উপস্থিত ছিলেন। -বাংলানিউজ