নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ ও ওয়ারেন্টভুক্ত এক মহিলাসহ বিভিন্ন মামলার ২০ আসামীকে গ্রেপ্তার করেছে। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীরের নেতৃত্বে অফিসার ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক মহিলাসহ বিভিন্ন মামলার ২০ আসামীকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের মোহাম্মদ মিয়ার ছেলে মো. আবছার উদ্দীন (৩০), একই উপজেলার রাজঘাটা এলাকার মৃত হাসান আলীর ছেলে কামাল হোসেন (৩৪), চরম্বা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মো. আলমগীর (২৫), সাতকানিয়া উপজেলার কালিয়াইশের পূর্ব কাটগড় এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. মুন্সি মিয়া (৩২), একই ইউনিয়নের পশ্চিম কাটগড়ের আহমদ শফির ছেলে মোরশেদ আলম (৩৫), লক্ষীপুর জেলার রামগতির রুহুল আমিনের মেয়ে স্বপ্না (১৯) কে অসামাজিক কার্যকলাপ, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা কাজির পাড়ার মৃত ছাবের মিয়ার ছেলে মো. মহিউদ্দীন (৪০), এওচিয়ার ২নং ওয়ার্ডের শফিকুর রহমানের ছেলে মো. হাসান (৫০),
এছাড়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাজেদ মেম্বার বাড়ির আবদুচ ছবুরের ছেলে আবদুল মালেক (২১) নামে এক টাকা ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ২১হাজার ৩৪০টাকা উদ্ধার করা হয়।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর বলেন, গ্রেপ্তারকৃত ২০ আসামীকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অসামাজিক কার্যকলাপ, ওয়ারেন্ট, মাদক, ট্যাক্সি চুরি, ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।