Home | অন্যান্য | লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত ৪ আসামী গ্রেফতার

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত ৪ আসামী গ্রেফতার

31404173_142173119968503_2681781655546363904_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১ জন ও পরোয়ানাভূক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। গত ২৮ এপ্রিল (শনিবার) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন উপজেলার চরম্বা বাইয়ার পাড়ার মৃত আকরাম উল্লাহর পুত্র জামাল হোসেন। অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগে তাকে ১০ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরোয়ানাভূক্ত যথাক্রমে উপজেলার দক্ষিণ পুটিবিলা মিয়া বাড়ির মোস্তাক আহমদের পুত্র মোঃ হেলাল উদ্দিন, দক্ষিণ সুখছড়ি পেঠান সিকদার পাড়ার মোঃ ইসলামের পুত্র এনামুল হক বাবর ও পুটিবিলা থানা পাড়ার মৃত যনাতন নাথের পুত্র সুমন নাথ।

গ্রেফতারকৃতদের আজ ২৯ এপ্রিল রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!