ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিশ্ব নেতাদের কাছে বর্তমান সরকার গ্রহণযোগ্যতা পেয়েছে : সেতুমন্ত্রী

বিশ্ব নেতাদের কাছে বর্তমান সরকার গ্রহণযোগ্যতা পেয়েছে : সেতুমন্ত্রী

kader-6-1

নিউজ ডেক্স : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সেটায় তারা ফেল করেছে। সব দেশেই তারা চিঠি লিখেছেন গণতান্ত্রিক বিশ্বে তাতে তো কেউ সায় দেয়নি। সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী ও নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশে তারা চিঠি লিখেছে। কিন্তু বিশ্ব নেতাদের কাছে বর্তমান সরকার গ্রহণযোগ্যতা পেয়েছে। জাতিসংঘের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টসহ সব দেশের প্রধানরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে আমন্ত্রণ জানানো রাজনৈতিক দলগুলো সম্পর্কে তিনি বলেন, যেসব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনপূর্ব সংলাপ হয়েছে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি একটি গাার্ডেন পাটি হবে, জাস্ট ভিউ এক্সচেঞ্জ করার জন্য। আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও তো অনেক কথা হয়।

তিনি বলেন, এটাতে বিএনপি কেন আসতে চান না সেটা তাদের বিষয়। তবে, তাদের বাদ দিয়ে তো আমন্ত্রণ জানানো সম্ভব নয়। তারা (বিএনপি) একটি বড় রাজনৈতিক দল।

গণফোরামের দুইজনের শপথের বিষয়ে তিনি বলেন, এটি ভালো বিষয়। বিরোধী দল যত শক্তিশালী হবে গণতন্ত্রও তত শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!