ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে মুশফিকের রেকর্ড

চট্টগ্রামে মুশফিকের রেকর্ড

image-67288

নিউজ ডেক্স : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্টেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম স্টেটের দ্বিতীয় সেশনে এই রেকর্ড গড়েন তিনি।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাবেক এই অধিনায়কের রান ছিলো ১৩ ম্যাচের ২৩ ইনিংসে ৯৯৮। ৪৫.৩৬ রানের গড় নিয়ে করেছেন ৬ টি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। সর্বশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়া সিরিজে এক ম্যাচের দুই ইনিংসে করেন যথাক্রমে ৬৪ এবং ৩১ রান।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে এই মাইলফলক ছোঁয়ার পর তার রান ১৪ ম্যাচে ১ হাজার ছাড়িয়েছে।

এই ভেন্যুতে ২০১০ সালে একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের এই ভেন্যুতে। তিনি ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ৮০৩ রান করেছেন। ১৪ ম্যাচের ২৫ ইনিংসে ৭০৭ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। -ঢাকাটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!