এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পদুয়া নয়াপাড়াস্থ মহাসড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন জানান, কে বা কারা এক নবজাতকের লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যায়। তবে নবজাতককে মৃত নাকি জীবিত অবস্থায় ফেলে গেছে তা জানা যায়নি। স্থানীয়রা মৃত অবস্থায় নবজাতককে উদ্ধার করেছে। পরে একইদিন এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় কবরস্থানে নবজাতকের লাশ দাফন করা হয়েছে।