Home | দেশ-বিদেশের সংবাদ | বিভাগীয় কমিশনারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

বিভাগীয় কমিশনারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

Ukhiya-Photo-2
কায়সার হামিদ মানিক, উখিয়া : রোহিঙ্গারা নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে পারে সে ব্যাপারে সরকার কাজ করছে। প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সার্বিক সেবা প্রদানের জন্য বিভিন্ন এনজিও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পে আইনপ্রয়োগকারী সংস্থার লোকবল বাড়ানো হচ্ছে। কোন অবস্থাতে যাতে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে অন্যত্রে চলে যেতে না পারে সে ব্যাপারে আইনপ্রয়োগকারী সংস্থাকে কঠোর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান শনিবার বেলা ১২টার দিকে উখিয়ার কুতুপালং পিপি জোন ক্যাম্পে রোহিঙ্গা মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পরে বিভাগীয় কমিশনার পুলিশ ক্যাম্প, মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আরো তৎপর হতে এনজিও গুলোর প্রতি পরামর্শ দেন। বিভাগীয় কশিমনার কুতুপালং পিপি জোনের বিভিন্ন ক্যাম্প ঘুরে আশ্রিত শিশুদের সাথে কথা বলেন, মহিলাদের অভাব অভিযোগ জানতে চান। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মার্মা, সহকারি কমিশনার (ভমি)একেরামূল ছিদ্দিক, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ও অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের। এর আগে বিভাগীয় কমিশনার উখিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকায় পৌছলে ইউএনও ও আওয়ামীলীগ নেতৃবৃন্দরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!