এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে বনবিভাগের জায়গা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রবিবার (৭ মে) সকালে ইউনিয়নের রোসাইঙ্গাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।

তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন চুনতি রেঞ্জের সাতগড় বনবিটের রোসাইঙ্গাঘোনা নামক এলাকায় টহল প্রদানকালে অবৈধভাবে একটি সেমিপাকা ঘর নির্মাণ করতে দেখতে পান। তাৎক্ষণিক বনবিভাগের স্টাফদের সহযোগিতায় অবৈধভাবে নির্মিত ঘরটি গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।