Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক তুলে দেন।

এই সময় তিনি বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বন বিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজেজ হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রে আপনারা বাঁধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা নেবেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা আরিফুল ইসলাম।

ক্ষতিগ্রস্তরা হলেন মো. নোমান, মো. জালাল ও আবদুল মালেক। জানা যায়, বন্যহাতির আক্রমণে তাদের ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!