এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পর্যায়ক্রমে বিতরণ করা হবে ১ লাখ ৮০ হাজার ২৪৫টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রধান অতিথি ও চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস শুক্কুর জানান, ইউনিয়ন পরিষদের ক্রমিক অনুযায়ী পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক সিডিউল করা হচ্ছে। স্মার্ট কার্ড নেয়ার জন্য পুরাতন জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে বলে জানান তিনি।