এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে জলপাই পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সেলিম উদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজি রাস্তার মাথা এলাকার জান মোহাম্মদ সিকদার পাড়ার জামাল উদ্দিনের পুত্র ও ৪ সন্তানের জনক। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরী এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেলে বসতঘর এলাকায় জলপাই পাড়তে গাছে উঠেন যুবক সেলিম। এ সময় অসাবধানতা বশত পা পিছলে গাছ থেকে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরতর আহত হন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে প্রেরণ করা হয়। সেখানে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জলপাই পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সেলিম উদ্দিন নামে আহত এক যুবকের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীন।