______কামরুননাহার______
আমি যেএক অচেনা পাখি বকুল,
তোমার ঝরে যাওয়া আমার ভাল্লাগেনা।
তাইতো তোমার ডালে বসি।
আমার ছোট্ট ডানা দিয়ে ঢেকে রাখি তোমায়।
জড়িয়ে রাখি আমার ছোট বুকে।
রাতে আমার ঘুম হয়না
যদি তুমি ঝরে পড়ো!
শেষ রাতে আসে ঝিম
আমি ঝিমুতে থাকি,
আলগা হয় আমার বুকের বাধন।
তুমি ঝরে যাও।
কেন ঝরে যাও বকুল?
তুমি জাননা,
তোমায় কেউ ছুয়ে দিলে কষ্ট হয় আমার।
ঝরে পড়া বকুলও শুধু আমার।
আমি ওদের সাথে লড়তে পারিনা।
আমি যে ছোট্ট পাখি।
তুমি না ঝরলেই পারো।
কত পথ পার করে বার বার আসে
এ অচেনা পাখি তোমার কাছে।
তুমি বোঝনা বকুল?
আজ রাতে আমি আসবো আবার
যত বার ঝরে যাবে
ততো বার খুঁজবো তোমায়।
আমায় ভালোবাসার সবটুকু সুখ
সবটুকু আনন্দ শুধু তোমার।
ঝরোনা আজ, আমার মাঝে থাকো।
থাকবে বকুল?????