Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দু’হোটেলকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

লোহাগাড়ায় দু’হোটেলকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

229
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি বাজারের দুই খাবারের হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। তিনি জানান, অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রির অপরাধে শাহাব উদ্দিনের মালিকানাধীন মায়ের দোয়া হোটেলকে ৫ হাজার টাকা ও শহীদুল ইসলামের মালিকানাধীন তাজ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রি বন্ধের জন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!