নিউজ ডেক্স : দোহাজারী উপজেলার ফুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ ২২ জুন শনিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোঃ জিহাদুল ইসলাম (২৪) সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের জাকের আহমদের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম থেকে সাতকানিয়া যাচ্ছিলেন জিহাদুল ইসলাম। পথিমধ্যে খাদে পড়ে মোটরসাইকেল উল্টে আহত হয় তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।