নিউজ ডেক্স : ‘মাদক নিমূলের নামে নিরাপরাধ লোকদের হত্যা করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘সারা দেশে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীদের মারা হচ্ছে। যারা প্রকৃত মাদক ব্যবসায়ী তাদের গুলি করে মারলে কোনো আপত্তি থাকবে না।’
নগরীতে গতকাল এলডিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক মন্ত্রী কর্নেল অলি বলেন, ‘সারা দেশের মানুষ আজ আতঙ্কে রয়েছে। একের পর এক খুন হচ্ছে। মেয়ে স্কুলে গেলে ফিরে আসবে কিনা নিশ্চিত নয়। ছেলে বাড়ি থেকে বের হলে জীবিত ফিরে আসবে কিনা নিশ্চিত নয়।’

তিনি আরো বলেন, ‘সংবিধানে বলা আছে, জনগণই সকল ক্ষমতার মালিক। সংসদীয় শাসন ব্যবস’ায় জনগণের মধ্যকার প্রতিনিধি রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত থাকবেন। আর প্রতিনিধি নির্বাচিত হবেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস’ার ভিত্তিই হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’
কর্নেল অলি বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারে না। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও স্বাধীনতা ভোগ করতে পারছি না। মানুষের বাক স্বাধীনতা বলে কিছু নেই। প্রতিটা পদে পদে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। সারা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। দেশ আজ পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে না। দেশবাসীকে সঙ্গে নিয়েই এই অবস’ার পরিবর্তন ঘটাতে হবে।’
দক্ষিণ জেলা এলডিপির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এলডিপি মহানগরের সভাপতি ছলিম উল্লাহ, উত্তর জেলা এলডিপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, দক্ষিণ জেলার সহ-সভাপতি এয়াকুব আলী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস. এম. নিজাম উদ্দিন হারুন, কেন্দ্রীয় সদস্য এজি এম শাহজাহান, ফজলুল কাদের চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, অ্যাডভোকেট নাছির উদ্দিন, মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ প্রমুখ।