_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
তোমার ত্যাগেই এই বাংলা
প্রতিক্ষা করে নতুন ভোরের!
তোমার জন্যেই অফুরান স্বপন
দেশের লক্ষ – কোটি চোখের!

তোমার মহিমায় মমতায় সাজায়
শিশুর কপালে টিপ!
তোমার জন্যেই ভালোবেসে জ্বালায়
সাঁঝের বেলার দীপ!
তোমায় ভেবেই বীজ বুনে যায়
সোনালি ফসলের আশে!
তোমার জন্যেই জলে ভরভর
দিঘিতে শাপলা হাসে!
তোমায় ভালবেসে কচুরিপানায়
বেগুনীর ছোঁয়া লাগে!
তোমার জন্যেই প্রজাপতি -পাখায়
পরাগের রেনু মাখে!
তোমার দেখা স্বপ্ন পূরণে
পাড়ি দেব গিরি – প্রান্তর!
তোমার জন্যেই কাঁটাতার ভেঙ্গে
বিস্তৃত হবে অন্তর!
তোমার কারণে মাথায় বেঁধেছি
গাঢ় সবুজের তাজ!
তোমার বাংলা সোনায় গড়বো
শপথ নিয়েছি আজ!