ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | চট্টগ্রাম বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি লোহাগাড়া শাখার উদ্যোগে মে দিবস পালিত

চট্টগ্রাম বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি লোহাগাড়া শাখার উদ্যোগে মে দিবস পালিত

18193075_463905887283285_8808020895152741554_o

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি লোহাগাড়া শাখার উদ্যোগে ১ মে সোমবার মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির সদস্য মোঃ মানিক (মেম্বার) নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লোহাগাড়া পুরান থানা গেইট হতে বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে।

পরে ব্যাংক এশিয়ার নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি লোহাগাড়া শাখার সদস্য আবদুল মতলব। বক্তব্য রাখেন চট্টগ্রাম বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির সদস্য মোঃ মানিক (মেম্বার), লোহাগাড়া শাখার সদস্য যথাক্রমে মোঃ আবুল কাশেম, মোঃ আবদুল মন্নান, মোঃ তৌহিদুল ইসলাম ও ফৌজুল কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়ার সভাপতি জামাল হোসেন ও লোহাগাড়া শাখার সদস্য জমির উদ্দিন রাসেল।

বক্তারা বলেন, বৈদ্যুতিক টেকনিশিয়ানদের চুড়ান্ত পাওনা নিয়ে মালিকদের মনোভাব পরিবর্তন করতে হবে। সকল মালিক পক্ষ হতে ইলেক্ট্রিশিয়ানদের ন্যায্য মজুরী দিয়ে দিতে হবে। বিভিন্ন মালিক পক্ষের চলছাতুরী বন্ধ করতে হবে। সকরারের প্রতি ইলেক্ট্রিশিয়ানদের আবেদন, ইলেক্ট্রিশিয়ানদের পুর্ণবাসন করতে হবে ও পঙ্গু ইলেক্ট্রিশিয়ানদের জন্য সরকার হতে মাসিক ভাতা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!