Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম জেলায় ১১ মামলায় গ্রেপ্তার ৩৪

চট্টগ্রাম জেলায় ১১ মামলায় গ্রেপ্তার ৩৪

নিউজ ডেক্স: চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে চট্টগ্রাম জেলার ১৭ থানার ১১ মামলায় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (২৪ জুলাই) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় তাদের গ্রেপ্তার করে।

এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে গত ১৬ জুলাই বিকেলে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ৩ জন নিহত হন।
গত ১৮ জুলাই চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে সংঘর্ষে ২ জন নিহত হন। এদিন বহদ্দারহাট সংঘর্ষে গুলিবিদ্ধ চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম জেলায় কোটা আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এই সব মামলায় বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!