নিউজ ডেক্স : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে দেশিয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১ হাজার ১৬০ পিস ইয়াবাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় লোহারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন মো. নাসির প্রকাশ ওরফে ইয়াবা নাসির (৫২), মো. জাহিদ (২৪) ও মো. সাদ্দাম হোসেন (২৬)।
বায়েজিদ বোস্তামি থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম হোসেন জানান, ভোরে লোহারপুল এলাকার মা-আমেনা ইলেকট্রিক দোকানের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।