Home | লোহাগাড়ার সংবাদ | আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৩য় দিবস

আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৩য় দিবস

61

এলনিউজ২৪ডটকম : আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৩য় দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।

বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আমিন উল্লাহ। “কুর’আন তিলাওয়াতের ফজিলত ও আদাব সমূহ” বিষয়ে ওয়ায়েজ করবেন লোহাগাড়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।

বাদ মাগরিব অধিবেশনে “হাদীস শরীফের বাণী ও তাৎপর্য বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন রামুর খুরুশকুল তাফহিমুল কুরআন মাদ্রাসার প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন ও “ইসলামে নিকাহের গুরুত্ব ও শর’ঈ বিধান, নিকাহ উপলক্ষে প্রচলিত বিভিন্ন অনুষ্ঠান ও যৌতুক প্রথার কুফল বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন পটিয়া আল্-জামে’য়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ।

অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!