নিউজ ডেক্স : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত অনুলিপি আগামীকাল (সোমবার) দেয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
রবিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য সানাউল্লাহ মিঞা রায়ের অনুলিপি কখন দেওয়া হবে, তা আদালতের কাছে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫এর বিচারক আখতারুজ্জামান তাকে এ তথ্য জানান বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। ৬৩২ পৃষ্ঠার এই রায়ের অনুলিপি পেলে হাই কোর্টে আপিল করে জামিনের আবেদন জানাবেন খালেদা জিয়া।