এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক গণ পরিষদ, চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ ইসহাক মিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ।
বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর একান্ত সহচর, চট্টল রাজনীতির কিংবদন্তী ইসহাক মিয়ার মৃত্যুতে চট্টগ্রামবাসী বাকরুদ্ধ। মুজিবাদর্শের অন্যতম আইডল ও আইকন হিসাবে সুপরিচিত চট্টগ্রামের সবচেয়ে প্রবীণ এই রাজনীতিবিদ আমৃত্যু রাজনীতিতে সক্রিয় ছিলেন। চট্টগ্রামের আওয়ামীলীগের রাজনীতির যেকোন গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহুর্তে বরাবরই অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তিনি মরহুম ইসহাক মিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রফেসর ড. নদভী এমপি’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি উপরোক্ত তথ্য জানা যায়।