Home | দেশ-বিদেশের সংবাদ | কার্ডিফে পরিষ্কার আকাশ, কিছুক্ষণ পরেই বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

কার্ডিফে পরিষ্কার আকাশ, কিছুক্ষণ পরেই বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

নিউজ ডেক্স : বাংলাদেশ-ইংল্যান্ড খেলার ভেনু ওয়েলসের কার্ডিফ শহরের আবহাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে ক্রিকেট ভক্তদের। এদিকে আজ ভোর থেকে কার্ডিফের আকাশ ছিল মেঘে ঢাকা। বৃষ্টির আশঙ্কাও করছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে আনন্দিত করে সূর্য উঠেছে শহরে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় কার্ডিফে সূর্যের দেখা পাওয়া গেছে। তারও ১৫ মিনিট আগে থেকে ঘন-কালো মেঘ সরে গিয়ে নিল আকাশ পরিষ্কার দেখা যাচ্ছিল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

আবহাওয়া দেখে সবাই বলছেন, কার্ডিফের সোফিয়া গার্ডেনে সঠিক সময়েই শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই।

কার্ডিফের শনিবারের আবহাওয়ার পূর্ভাবাস বলছে, শনিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ম্যাচ না হবার কারণ নেই বললেই চলে। বৃষ্টির কারণে যদি একটু আধটু বিঘ্ন ঘটে, তাতেও ম্যাচ বাতিল করার মতো জোরদার হওয়ার সম্ভাবনা নেই।

কার্ডিফে আজ তাপমাত্রা সর্বোচ্চ ১৬ ডিগ্রি হবে, সঙ্গে থাকবে বাতাসও। তাই বলে আকাশ যে একদম মেঘমুক্ত এবং রোদ ঝলমলে থাকবে- তাও নয়। দিনের অনেকটা সময় মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!