Home | সাহিত্য পাতা | অামার পল্লী মায়ের কোলে

অামার পল্লী মায়ের কোলে

479

______ফিরোজা সামাদ ______

আমি ক্ষণিকের জন্য হলেও ফিরতে চাই আমার পল্লী মায়ের সুশীতল কোলে
যেথায় মায়ের পলিমাটির সুবাস মেখেছিলাম মম গায়ে !!

হেথায় গিয়ে যদি দেখা পাই মুহুর্তের তরে গোধূলি সন্ধ্যায় পরিশ্রান্ত কিষাণের নীড়ে ফেরার সেই চিরায়ত দৃশ্য !!

গৃহপালিত পশুদের উল্লাসে উল্লাসে হাম্বা
অার ব্যা ব্যা ডাকে নিজ গৃহস্থের সাথে ঘরে ফেরার সেই মনোরম ছবি
অার একটিবার অাঁকতে চাই হৃদয়পটে !!

অার একটিবার দু’কান ভরে
শুনতে চাই অামি
গাঁয়ের মসজিদ থেকে ভেসে অাসা
সেই সুমধুর অাযানের ধ্বনি !!

দেখতে চাই পুকুরঘাটে অজু করে
গাঁয়ের নবীন যুবা ও মুরুব্বিদের
নামাজে যাওয়ার সেই পবিত্রতম দৃশ্য !!

শুনতে চাই একহাতে মঙ্গল প্রদ্বীপ
অন্য হাতে শাঁখ বাজিয়ে সন্ধ্যা অারতি ও
হিন্দু বধূয়ার সেই চিরায়ত উলুধ্বনি !!

অারো দেখতে চাই বক ও বাদুড়ের
সারিবদ্ধ নীড়ে ফেরার ঐশ্বরিক ছবি !!

সন্ধ্যায় ঝিঁঝিঁ পোকার সুরেলা ডাক
অার জোনাকিদের জ্বলা অার নেভার
সেই মোহনীয় বর্ণাঢ্যময় দৃশ্য কি
একটিবার দেখতে পাবো না ?

কেরোসিন বাতি জ্বালিয়ে গাঁয়ের
কিশোর কিশোরীর উচ্চস্বরে পড়ার
প্রতিযোগিতার সেই মনোহর ছবি
এখনো অাছে কি জননীর কোলজুড়ে ?

মধ্যরাতে শেয়ালের হাক অার
হুতুমপেঁচার ডাকে অার একটিবার
ভাঙ্গাতে চাই অামার গভীরে যাওয়া ঘুমকে !!

ভোর প্রভাতের অাগেই অাজানের সুমধুর সুরে ঘুম ভেঙ্গে মোড়গের কুক্কু রু কু
ডাক শুনে ঘুম ঘুম চোখে
শিশিরভেজা ঘাসের ডগায়
অালত পায়ে হেঁটে চেনা অচেনা
প্রস্ফুটিত ফুল দেখে বিমোহিত হতে চাই
অার একটিবার শুধু একটিবার !!

অতঃপর গোয়াল ঘরে কিষাণের দুগ্ধ
দোহন ও গাই বাছুরের সেই দেয়া না পাওয়ার ছবি কতোদিন দেখিনা
চোখের তারায়,যা দেখতে মন অাকুল
হয়ে অাছে কতোযুগ ধরে !!

এখনো কি কিশোরেরদল অতি উচ্ছাসে  বৃষ্টি শেষে পশ্চিম বা পূব অাকাশে
সাতটি রঙে অাঁকা সেই রঙধনু দেখে ?

মমতাময়ী মায়ের ডানপিটে সন্তানকে
শাসনের মধুময় দৃশ্য মনভরে একটিবার
দেখতে চাই অামি শেষবারের মতো,
শুধু শেষবারের মতো !!

কারন : অামার মন পড়ে অাছে পল্লী মায়ের সেই চিরায়ত মায়াময় কোলে !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!