Home | দেশ-বিদেশের সংবাদ | রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ

রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ

নিউজ ডেক্স : করোনা ভাইরাসের প্রভাব পড়েছে প্রবাসী আয়েও। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ।

গেলো মাসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। সোমবার (২ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলানিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশে ১৯৪ কোটি ৮১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। মে মাসে দেশে এসেছে ২১৭ কোটি ডলারের রেমিটেন্স। এপ্রিলে ২০৬ কোটি ৬৪ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৯৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৭৮ কোটি ৬০ লাখ এবং জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৬ কোটি ৯১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অতীতের মতো এবারও ঈদের আগে রেমিটেন্সের ঊর্ধ্বগতি ছিল। তবে ঈদের পরে একটু কমেছে। ফের রেমিটেন্স প্রবাহ আগের ধারায় ফিরবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!