ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | হাসপাতালের সামনে থেকে বিনা চিকিৎসায় কোন রোগী যেন ফেরত না যায় : আরমান বাবু

হাসপাতালের সামনে থেকে বিনা চিকিৎসায় কোন রোগী যেন ফেরত না যায় : আরমান বাবু

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান বাবু রোমেল বলেন, করোনা ভাইরাসের ভয়ে হাসপাতালের সামনে থেকে কোন রোগী যেন বিনা চিকিৎসায় ফেরত না যায় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। হাসপাতালে আসা রোগীদের আন্তরিকতার সাথে যথাসম্ভব চিকিৎসাসেবা দিতে হবে। আমাদের সকলকে সরকারি নির্দেশ মতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের প্রথম ধাপে আমরা একসাথে মানবতার কল্যাণে কাজ করেছি। দ্বিতীয় ধাপেও আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে লোহাগাড়া সিটি হাসপাতালের হল রুমে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশনের উদ্যোগে ‘নোভেল করোনা ভাইরাস’র ২য় দাপ মোকাবেলায়’ করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মুুহাম্মদ সরওয়ার আলম কোম্পানী, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম ও লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ডাইরেক্টর শাহাব উদ্দিন।

লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল বলেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে আজকের আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আমরা মানুষের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় আমাদের বেসরকারী হাসপাতালগুলো সবসময় পাশে থাকবো। সেবার মন মানসিকতা নিয়ে আমরা হাসপাতাল পরিচালনা করে যাচ্ছি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক রিটন দাশ, রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মুুহাম্মদ জাহাঙ্গীর আলম, লোহাগাড়া মেটারনিটি হাসপাতালের পরিচালক কাঞ্চন প্রমুখ। এছাড়া লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশনের অফিস সহকারী মুহাম্মদ কাইছারসহ বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দরা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে হাসপাতাল এসোসিয়েশনের উদ্যোগে জনসচেতনতা মূলক মাস্ক বিতরণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!