ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | সেই মধু ক্ষণে

সেই মধু ক্ষণে

38060865_2172325576333715_4960676725684961280_n

______ফিরোজা সামাদ______

ঢেউয়ের পরে ঢেউ অাসে অাছড়ে পড়ে
জীবন নদীর তীর ভাঙে অার গড়ে
হয়তো অভিশাপে জর্জরিত নদীর তীর
মায়ায় বেঁধে নেয় ঢেউয়ের রানী উর্মিকে
বাঁধে পাথরের বাঁধ যুগল হাতে !
কেউ জানতেও পারেনা ঢেউয়ের অতলে
লুকিয়ে থাকা তার গোপন দুঃখ ব্যথা
অার না বলা গোপন কথাটি !!

জীবনে দুঃখ বেদনা থেমে থাকেনা
বয়ে চলে যায় নদীর স্রোতের মতো
শুধু বিরহী মন সময় অসময়ে বয়ে নিয়ে যায়
প্রিয়তমের চেনা অচেনা সেই দুর্বোধ্য ঠিকানায়
বাউড়ি বাতাস এলোমেলো ঝড় হয়ে
জীবন নদীর দুকূল ছাপিয়ে দেয় সমতট !!

অভিশাপ দেয় দুরন্ত ঢেউয়ের রানীকে
স্রোতস্বিনী হতে হতে তরঙ্গায়িত হয়
শ্রাবণ হয়ে ঝরে পড়ে ঘনো ঘোর বরষায়
বাঁধা ঘর ভেঙে দিয়েছে বলে অঝোরে
শ্রাবণ অশ্রু ঝরায় গোপনে নীরবতায়
নদীর দু’পাড়ের চেনামুখগুলো সরে যায়
অার শুধু পড়ে থাকে পেছনে হায় !
হাতছানিতে তারা ডেকে যায় অানমনে আমায়
যখন সাগর সঙ্গমে আপনহারা হই অামি
প্রিয় মিলনের সেই মধু ক্ষণে !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!