ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | সুযোগ সন্ধানীদের নিয়ে নির্বাচনী লড়াইয়ে জেতা যাবে না : আমিনুল ইসলাম

সুযোগ সন্ধানীদের নিয়ে নির্বাচনী লড়াইয়ে জেতা যাবে না : আমিনুল ইসলাম

178

এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হলে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের প্রয়োজন। ভোল পাল্টানো সুযোগ সন্ধানীদের নিয়ে নির্বাচনী লড়াইয়ে জেতা যাবে না। এছাড়াও আগামী ২৩ সেপ্টেম্বর লোহাগাড়ার চুনতি মেহেরুন্নিছা স্কুল মাঠে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সমাবেশে দলে দলে যোগ দিয়ে জনসমুদ্রে পরিণত করার আহবান জানান নেতাকর্মীদের প্রতি। তিনি  ১৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লোহাগাড়ার পুটিবিলা ও কলাউজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এমচরহাট ও কানুরাম বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পুটিবিলার এমচরহাটে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম ও কলাউজানের কানুরাম বাজারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী ইছহাক মিয়া। পথসভায় প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, নুরুল হক কন্ট্রাকটর, আবছার আহমদ, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমশুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, যুবলীগ নেতা ইউসুফ কবির, ছাত্রলীগ নেতা এ.কে.এম পারভেজ, রবিউল ইসলাম রুবেল, হামিম হোসেন রবিন, আসলাম হোসেন আকরাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হক ও আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস সিকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!