ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে জেডিসি পরীক্ষার্থীর মৃত্যু

সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে জেডিসি পরীক্ষার্থীর মৃত্যু

Untitled-2-721

নিউজ ডেক্স : কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করতে নেমে সাগরের পানিতে ডুবে ৮ম শ্রেণীর এক জেডিসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র সাকিরুল আলম হৃদয় (১৫) কক্সবাজার শহরের পৌরসভার ৯নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার মো. শাহাজাহানের ছেলে এবং স্থানীয় পৌর-প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যলয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, জেডিসি পরীক্ষার্থী সাকিরুল শুক্রবার সকালে বন্ধুদের সাথে কূলবর্তী সমুদ্রে গোসল করছিল কিন্তু এক পর্যায়ে সাকিরুল সমুদ্রের পানিতে ডুবে নিখোঁজ হয়ে গেলে তার বন্ধুরা কূলে উঠে বিষয়টি বীচকর্মীদের জানায়। পরে লাইফগার্ড ও বীচকর্মীরা খোঁজাখুঁজির পর সাকিরুলের মৃতদেহ উদ্ধার করে।

সে আগামীকাল শনিবার (২ নভেম্বর) শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ছিল।

এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুসা নাসের চৌধুরী বলেন, ‘গোসল করার সময় সাকিরুল সমুদ্রের নিরাপদ সীমারেখা অতিক্রম করেছিল। বার বার নিষেধ করার পরও তারা বীচকর্মীদের সতর্কতাকে আমলে নেয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!