ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রাজউকের সাবেক চেয়ারম্যান প্লট দুর্নীতির মামলায় গ্রেফতার

রাজউকের সাবেক চেয়ারম্যান প্লট দুর্নীতির মামলায় গ্রেফতার

dudok20170209143040

নিউজ ডেক্স : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির এক মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। ইকবাল উদ্দিন চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিবও ছিলেন। একই মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজকেও গ্রেফতার করেছে দুদক।

বৃহস্পতিবার ইকবাল উদ্দিনকে পরীবাগ থেকে এবং শওকত আজিজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতার করে ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মতিঝিল থানায় দুদকের দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ইকবাল উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যান ছিলেন। আর শওকত আজিজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) পরিচালক। এছাড়া অ্যাম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে আছেন। মোট আটজনকে আসামি করে গতকাল বুধবার ওই মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরষ্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!