Home | দেশ-বিদেশের সংবাদ | সিনহা হত্যা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির মেয়াদ বাড়ল

সিনহা হত্যা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির মেয়াদ বাড়ল

নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গঠিত তদন্ত কমিটির মেয়াদ বেড়েছে।

কমিটির মেয়াদ আরও ৭ কর্মদিবস, অর্থাৎ আগামী ২৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। পরের দিন ১ আগস্ট কক্সবাজারের চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

কমিটি ঘটনার বিষয়ে সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেবে বলে আদেশে উল্লেখ করা হয়েছিল। একই সঙ্গে কমিটিতে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!