ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় বন্যায় বিপর্যস্ত গ্রামীণ সড়ক

সাতকানিয়ায় বন্যায় বিপর্যস্ত গ্রামীণ সড়ক

1503224044
নিউজ ডেক্স : চলতি বছরের কয়েক দফা বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্তা বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার কোথাও এখন বন্যার পানি নেই। চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে শতাধিক গ্রামীণ সড়ক। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণ এবং খালের পাড়ে  জরুরিভিত্তিতে বাঁধ দেওয়া না হলে আগামীতে ভয়ঙ্কর পরিস্তিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সচেতন সমাজ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও উপজেলার ১৭ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্তার কোনো উন্নতি হয়নি।
সরেজমিন ঘুরে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সোনাকানিয়া, চরতী,  কেওচিয়া, ছদাহা, এওচিয়া, খাগরিয়া, আমিলাইশ, ধর্মপুর, পুরানগড়, কালিয়াইশ, নলুয়া, বাজালিয়া, মার্দাশা, ঢেমশা, সাতকানিয়া সদর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়ছে চরম বেকায়দায়।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের জানান, ইউনিয়নের হাতিয়ারকুল সড়ক, শাহ আবদুল বারী (রা.) সড়ক, আলুরঘাট সড়ক, গারাংগিয়া সড়ক, ছিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা সড়ক, ভরিয়ার কুল সড়ক, হাতিয়ার কুল সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে। কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মনির আহমদ জানান, ইউনিয়নের ব্যবসায়ীপাড়া সড়ক, হামিদিয়া সড়ক, ওবাইদিয়া সড়ক, তেমুহিনি সড়ক ও ধর্মপুর-কেওচিয়া সড়ক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। কাঞনা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী জানান, ইউনিয়নের ইউপি সড়ক, রামপুর ডিসি সড়ক, কাজীরপাড়া সড়ক, হাড়ুভাঙ্গা সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে।
কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদ জানান, ইউনিয়নের বিওসির মোড় সড়ক, জাফর আহমদ চৌধুরী সড়ক, মৌলভীর দোকান সড়ক, কাঠগড় সড়ক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে।
চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম জানান, ইউনিয়নের উত্তর ব্রা?হ্মণডেঙ্গা তোফায়েল আহমদ চৌধুরী সড়ক, পূর্বপাড়া সড়ক, বোটঘাটা সড়ক, সুইপুরা-দক্ষিণ চরতী সড়ক, তালগাঁও সড়ক দিয়ে মানুষ ও যান চলাচল কষ্টকর হয়ে পড়েছে।
বার্জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত জানান, ইউনিয়নের পূর্বপাড়া সড়ক, কাটাখালী সড়ক, চৌধুরীপাড়া সড়ক, নয়াপাড়া সড়ক বিপর্যস্ত হয়েছে।
আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান এইচএম হানিফ জানান, ইউনিয়নের কাঞনা-আমিলাইশ সড়ক, বঙ্গচন্দ্র ঘোষ সড়ক, স্টিলব্রিজ সড়ক, ইউপি সড়ক, দপ্তরঘাট হতে ডুমখালীঘাট সড়ক যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আফম মাহবুবুল হক সিকদার জানান, ইউনিয়নের শীলঘাটা হতে বৈতরণি সড়ক, জাকের আহমদ চৌধুরী সড়ক, হলুদিয়া সড়ক, বটতল সড়ক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ছিদ্দিকীয়া মহিলা মাদ্রাসার সভাপতি মাওলানা আলমগীর ছিদ্দিকী জানান, মাদ্রাসা সড়কের করুণ অবস্থার কারণের মেয়েদের মাদ্রাসায় আসা-যাওয়া করতে ভীষণ কষ্ট হচ্ছে। মির্জাখীল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া জানান, গত বন্যায় স্কুলের ভবনের পার্শ্বের সড়ক ভেঙে যাওয়ার কারণে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে পারছে না।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ জানান, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। সরকারের তরফ থেকে সাহায্য আসলে রাস্তাঘাট মেরামত করা হবে।
-ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!