Home | দেশ-বিদেশের সংবাদ | জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

কুমিল্লার-শাহজালাল-640x430

নিউজ ডেক্স : ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় এ বছর বিজয়ী হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠে চকরিয়ার তারিকুল আলম জীবন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।

চরম উত্তেজনায় প্রায় ২৬ মিনিট ধরে চলে মূল লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াই চলার সময় দর্শকদের ব্যাপক উল্লাস দেখা যায়। সেমিফাইনালে কুমিল্লার শাহজালালের মুখোমুখি হন মহেশখালীর সাহাবউদ্দিন। শাহজালাল ২০১৮ সালে রানার আপ হয়েছিলেন।

অন্য সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন চকরিয়ার জীবন বলী ও মহেশখালীর মো. হোসেন। প্রচণ্ড লড়াইয়ের পর টসে জিতে ফাইনাল খেলেন গতবারের চ্যাম্পিয়ন জীবন বলী।

বিকেল চারটায় বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। টেলিফোনে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যান্ড ডেপুটি সিইও ইয়াসির আজমান।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধণাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এ প্রতিযোগিতা চালু করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!