ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাশকতার মামলায় গ্রেফতার

লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাশকতার মামলায় গ্রেফতার

areest-20171226001335

নিউজ ডেক্স : নাশকতার মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সালেহা বেগম লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তিনি লোহাগড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, শনিবার ভোরে উপজেলা সদরের জয়পুর জেসিজি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সালেহা বেগম পালিয়ে যান। ওই ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৬০-৬৫ জনকে আসামি করে নাশকতার অভিযোগ এনে লোহাগড়া থানায় মামলা করা হয়।

এ মামলায় বিএনপিনেত্রী গ্রেফতারকৃত সালেহাকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সূত্র : দৈনিক যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!