ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৯টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ৯টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় দোকানে পণ্যের মূল্য না থাকা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি মামলায় ৪৩ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশন ও পদুয়া তেওয়ারীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।

অভিযানে বটতলী মোটর ষ্টেশনে ৩ ফলের দোকানীকে ২৫ হাজার টাকা, এক মিষ্টির দোকানীকে ১০ হাজার টাকা, পদুয়া তেওয়ারীহাট বাজারে ২ মুদি দোকানীকে ৭ হাজার টাকা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ ব্যক্তিকে ১১শ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ভোক্তা অধিকার আইন ও সংক্রমণ প্রতিরোধ আইনে ৯টি মামলায় ৪৩ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।

অভিযানে সহায়তা করেন লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন ও উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!