ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় প্রচারণার শেষদিন ১৪ মামলায় সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় প্রচারণার শেষদিন ১৪ মামলায় সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : প্রচারণার শেষদিন লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আট চেয়ারম্যান ও ছয় মেম্বার প্রার্থীর সমর্থকদের ১৪ মামলায় সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে সহযোগিতা করেন থানার এসআই গোলাম কিবরিয়া, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রার্থীরা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন মাঠে থাকবে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা।

উল্লেখ্য, শুক্রবার রাত ১২টায় বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ছয় ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!