ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ঘূর্ণিঝড় মোরা কবলিত এলাকায় আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় মোরা কবলিত এলাকায় আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ

18814264_295405977538191_8042269043089854291_n-750x350
নিউজ ডেক্স : আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নের “মোরা” ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ২ জুন বিকেলে ত্রাণ বিতরণ করা হয়। স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক  সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান -এর ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ দেয়া হয়। আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি’র পক্ষ থেকে ত্রাণ  বিতরন করেন স্মৃতি সংসদের সদস্য সচিব আবু তৈয়ব মোহাম্মাদ রাসেল এর পিতা মোহাম্মদ আব্দুর রহিম। ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন ৩নং রায়পুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, আবুল কালাম, মোহাম্মদ মুছা, রফিক, ইসমাইল, আবদুর রসিদ প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে টিন, নগদ টাকা ও শুকনা খাবার রয়েছে। এই সময় বাংলাদেশ আওয়ামীলীগ’র সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার এর স্মরণে বিশেষ মুনাজাতের মাধ্যেমে দোয়া করা হয়। প্রসংগত ১৯৯১ এর ঘূর্ণিঝড়ের পরে এই অঞ্চলে আতাউর রহমান খান কায়সার তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে এই ইউনিয়নে নিয়ে এসেছিলেন।তৎসময়ে ব্যাপক ত্রাণ কাজ চালিয়ে আতাউর রহমান খান কায়সার সাহেব গনমানুষের আপনজনে পরিণত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!