Home | শিক্ষাঙ্গন | লোহাগাড়ায় পাশের হার এসএসসিতে ৯২.০২ ও দাখিলে ৮৮.২০ (বিস্তারিত)

লোহাগাড়ায় পাশের হার এসএসসিতে ৯২.০২ ও দাখিলে ৮৮.২০ (বিস্তারিত)

247

এলনিউজ২৪ডটকম : গত ৬ মে সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাশ করেছে ২ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন। পাশের হার ৯২.০২ ভাগ।

দাখিল পরীক্ষায় মোট ১ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাশ করেছে ১ হাজার ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাশের হার ৮৮.২০ ভাগ।

টেকনিক্যালে ৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাশ করেছে ৮৯ জন। পাশের হার ৮১.৮৮ ভাগ। লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

লোহাগাড়ায় মোট ২৬টি স্কুল এসএসসি, ২৩টি মাদ্রাসা দাখিল ও টেকনিক্যালে ২টি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। পাশের হার ৯৬.৭৯ ভাগ।

দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে ২৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। পাশের হার ৯৫.২৯ ভাগ।

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে ৩১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাশের হার ৮৭.৪২ ভাগ।

চুনতি উচ্চ বিদ্যালয়ে ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৯৪.৭৬ ভাগ।

চরম্বা উচ্চ বিদ্যালয়ে ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৮৫.৮৩ ভাগ।

উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ে ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৯৩.৭৫ ভাগ।

আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৫ জন। পাশের হার ৮৫.৫৩ ভাগ।

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৯৪.৮২ ভাগ।

পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে ১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪৫ জন। পাশের হার ৯০.০৬ ভাগ।

আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৭.৪০ ভাগ।

লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৫.৮০ ভাগ।

বি জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ে ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯২ জন। পাশের হার ৯২.৯৩ ভাগ।

আধুনগর উচ্চ বিদ্যালয়ে ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৮.২৮ ভাগ।

কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯২.৬৪ ভাগ।

কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৪ জন। পাশের হার ৮৩.৭৫ ভাগ।

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার ৯৫.২৮ ভাগ।

রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ে ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৯৫.১০ ভাগ।

এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৯০.৭৯ ভাগ।

আমিরাবাদ জনকল্যাণ বালক উচ্চ বিদ্যালয়ে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৮৬.১১ ভাগ।

গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫০ জন। পাশের হার ৯৬.১৫ ভাগ।

এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৫.৩৫ ভাগ।

পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪ জন। পাশের হার ৭৮.৫৭ ভাগ।

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৪ জন। পাশের হার ৭৭.১১ ভাগ।

মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার শতভাগ।

হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১ জন। পাশের হার ৯৮.০৮ ভাগ।

বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯ জন। পাশের হার ৯৫ ভাগ।

চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৫.৬৫ ভাগ।

বড়হাতিয়া এশাতুল উলুম মাদ্রাসায় ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৬৯.৭০ ভাগ।

কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল মাদ্রাসায় ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৮ জন। পাশের হার ৯২.৩১ ভাগ।

দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাজিল মাদ্রাসায় ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯ জন। পাশের হার ৮৫.২৯ ভাগ।

আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসায় ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪ জন। পাশের হার ৯৩.৬২ ভাগ।

আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। পাশের হার ৯১.২৬ ভাগ।

পুটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯ জন। জিপিএ- ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৮৮.৪৬ ভাগ।

লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪০ জন। জিপিএ- ৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৯৫.২৪ ভাগ।

পদুয়া আইনুল উলুম ফাজিল মাদ্রাসায় ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৫ জন। পাশের হার ৭৯.৭১ ভাগ।

কলাউজান দারুসুন্নাহ আলিম মাদ্রাসায় ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৭ জন। পাশের হার ৯৮.২৮ ভাগ।
ফাতেমা বতুল মাহিলা আলিয়া মাদ্রাসায় ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৪ জন। পাশের হার ৯৩.৩৩ ভাগ।

সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯ জন। পাশের হার ৮৯.৬১ ভাগ।

নোয়ারবিলা কাদেরিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৬ জন। পাশের হার ৮৬.৭৯ ভাগ।

মিশকাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসায় ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭ জন। পাশের হার ৮৮.১০ ভাগ।

পশ্চিম কলাউজান খতিবিয়া দাখিল মাদ্রাসায় ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪ জন। পাশের হার ৮২.৭৬ ভাগ।

বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসায় ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১ জন। পাশের হার ৮৫ ভাগ।

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯ জন। পাশের হার ৮৫.২৯ ভাগ।

বড়হাতিয়া হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসায় ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৯৭.৩৭ ভাগ।

সুফি ফতেহ আলী ওয়াইসী মহিলা দাখিল মাদ্রাসায় ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৮৪.২১ ভাগ।

গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসায় ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১ জন। পাশের হার ৬৯.৪৯ ভাগ।

খদিজাতুল কোবরা দাখিল মহিলা মাদ্রাসায় ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১ জন। পাশের হার ৯৬.৮৮ ভাগ।

চরম্বা জামেউল উলুম আদর্শ দাখিল মাদ্রাসায় ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৮৪ ভাগ।

দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসায় ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬ জন। পাশের হার ৭২.৭৩ ভাগ।

বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ভোকেশনালে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পাশের হার ৯০.০৮ ভাগ।

আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৪ জন। পাশের হার ৯৪.৪৪ ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!